তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এক ঐতিহাসিক গৌরবান্বিত দিন । স্বাস্থ্য সেক্টরের দুই কর্ণধার সহ উচ্চপদস্থ কর্মকর্তাগণের উপস্থিতিতে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন
ঢাকা সিটিতে সরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্য সেবা দান কার্যক্রমের অংশ হিসেবে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকায় দ্বিতীয় শিফটে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, সচিব,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উক্ত উদ্বোধনী সভায় সভাপতির আসন অলংকৃত করেন অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম সাদী, পরিচালক, প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর ও ডাঃ ফরিদ হোসেন মিয়া, বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য, ঢাকা বিভাগ, ঢাকা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দীন খাঁন, সিভিল সার্জন, ঢাকা।
উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও গবেষণা),পরিচালক (অর্থ), পরিচালক (এম.আই.এস),লাইন ডাইরেক্টর সিবিএইচসি, লাইন ডাইরেক্টর ইউ.এইচ.সি, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা ও অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি। উপস্থিত ছিলেন ও নিউজ কভার করেছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি, এটিএন নিউজ, বাংলাদেশ টেলিভিশন, ডক্টর টিভি সহ অন্যান্য প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা।
উল্লেখ্য ঢাকা শহরের জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সরকার ১০ টি জিওডি, কামরাংগিরচর ৩১ শয্যা হাসপাতাল ও তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে মহাপরিচালক মহোদয় তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকার অবৈধ বসতি উচ্ছেদ পরবর্তী উদ্ধারকৃত জায়গা পরিদর্শন করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম নিয়েও পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন!
বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্য সেবার এই কার্যক্রমে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও পরামর্শে সেবার মানোন্নয়নে কাজ করে যেতে বদ্ধপরিকর।